Menu


শাওমি বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে এলো রেডমি নোট ১৩।

Report By: Ahmed Hussain Shahria

Date: 27-01-2024

বাংলাদেশের মোবাইল বাজারে একটি পরিচিত নাম বা মডেল শাওমি রেডমি। শাওমি প্রতি বছর তাদের Xiaomi Redmi Note সিরিজের আপডেটেড মডেল বাজারে নিয়ে আসে। এর ধারাবাহিকতায় তারা নতুন বছরের শুরুতেই বাংলাদেশে নিয়ে আসলো Xiaomi Redmi Note 13 4G। বাংলাদেশে শাওমির এই নোট সিরিজের মোবাইলগুলো প্রতিবছরই তুমুল জনপ্রিয়তা পায়। এ মোবাইলগুলো সাধারণত ভ্যালু ফর মানি বা স্বল্প টাকায় অধিক ফিচার প্রদান করে থাকে যে কারণে ২৫ - ৩০ হাজারের মোবাইলগুলোর প্রথম সারিতে উঠে আসে শাওমির মোবাইলগুলো।

বিল্ডঃ

শাওমি রেডমি নোট ১৩ মোবাইলটি বক্সি ডিজাইনে তৈরী করা, যা অনেকটা আইফোনের ফিল দেবে। ডিসপ্লের প্রটেকশন হিসেবে ব্যবহার করেছে Corning Gorilla Glass 3, যা বেশ পুরোনো প্রযুক্তি। সাইড ফ্রেম ও ব্যাকশেল প্লাস্টিকের তৈরী। এর সিম ট্রে তে রয়েছে দুটি স্লট, দুটি সিম বা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট।

ডিসপ্লেঃ

Xiaomi Redmi Note 13 4G-তে থাকছে Full HD (1080p) রেজুলেশনের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে । AMOLED প্রযুক্তিতে তৈরী এ ডিসপ্লে ১২০ হার্জ রেফ্রেশ রেট প্রদানে সক্ষম। ডিসপ্লের চারপাশের বেজেল বা ফ্রেমের পরিমান খুবই কম যা, মোবাইল ব্যবহার আরো উপভোগ্য করে তুলবে। সর্বোচ্চ ব্রাইটনেস ১৮০০ নিটস হবার কারনে সরাসরি সূর্যের আলোতে মোবাইল ব্যবহারে বেগ পেতে হবে না ব্যবহারকারীর।

ক্যামেরাঃ

Xiaomi Redmi Note 13 4G তে ক্যামেরা সেটাপ হিসেবে রয়েছে পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগা পিক্সেলের একটি হাই রেজুলেশনের ক্যামেরা। এছাড়াও এতে আছে ৮ মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং একটি ২ মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে একটি ১৬ মেগা পিক্সেল ক্যামেরা। ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ ফুল এইচডি রেজুলেশনে সাথে থাকছে OIS সাপোর্ট।

হার্ডওয়্যার এবং সফটওয়্যারঃ

মোবাইলটির চালক হিসেবে ভেতরে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরী প্রসেসরটির সর্বোচ্চ গতি ২.৮ গিগাহার্জ, যা এই দামের মোবাইলগুলোর মধ্যে যথেষ্ট শক্তিশালী। ৬ জিবি র‍্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ এই দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে মোবাইলটির। অধিক র‍্যাম ও শক্তিশালী প্রসেসরের সাথে সহজেই গেমিং এবং মাল্টিটাসকিং করা সম্ভব। এতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট এবং প্রয়োজনীয় সকল সেন্সর আছে এতে। মোবাইলটিতে দেওয়া আছে শাওমির MIUI 14 যা Android 13 এর উপর তৈরী।

Xiaomi Redmi Note 13 4G এর মূল ফিচারগুলো যা এটিকে অন্য মোবাইল থেকে এগিয়ে রাখবেঃ

  • Full HD AMOLED Display সাথে ১২০ হার্জ রিফ্রেশরেট ও ১৮০০ নিটস ব্রাইটনেস।
  • Optically Stabilised ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা।
  • ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • শক্তিশালী Qualcomm Snapdragon 685 প্রসেসর।
  • Micro SD কার্ড সাপোর্ট।
  • ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।
  • স্টেরিও স্পিকার।